পবিত্র রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, অফিস সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
সোমবার (৫ এপ্রিল) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী ১৪ এপ্রিল থেকে রমজান শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।
হিজরির রমজান মাসের সময় অনুযায়ী, ১৪ এপ্রিল হবে প্রথম রমজান। ওই দিন ঢাকায় সেহরির শেষ সময় হবে ভোর ৪টা ১৫ মিনিটে এবং ইফতারির সময় হবে ৬টা ২৩ মিনিটে।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অফিস কর্মকর্তাদের যথারীতি কাজ করার কথাও বলা হয় বৈঠকে।