সিএনজি চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৯:২১ পিএম সিএনজি চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৪টি সিএনজি, বিদেশি রিভালবার, দুটি গুলি ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বুধবার (২১ এপ্রিল) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি চোর চক্রের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবসহ তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মোঃ আব্দুল শহিদের ছেলে মোঃ আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব (৪৫), হবিগঞ্জ সদর উপজেলার মিডাপুর গ্রামের মৃত আবুল হকের ছেলে ফজলু মিয়া (৫০), রজবপুর গ্রামের দরবেশ আলীর ছেলে ফজলু মিয়া (৩৫), বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম আহমেদ সুজন (২২), নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের মৃত মায়া উদ্দিনের ছেলে বদরুজ্জামান (২৩) ও একই উপজেলার বুড়িনাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সাইদ মিয়া (৩৫)।

বিকেল সাড়ে ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ক্রাইম প্রিভেশন কোম্পানি-১ র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
 
পুলিশ সুপার জানান, আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ১৪টিরও অধিক মামলা রয়েছে। বিষয়টি র‌্যাবের নজরে আসলে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে তালেবকে গ্রেপ্তার করা হয়।

পরে তালেবের দেওয়া তথ্যমতে মাধবপুর থানা এলাকা থেকে ১ সিএনজিসহ ২ জন ও বাহুবল এবং মৌলভীবাজার সদর থানা থেকে ৩টি চোরাই সিএনজিসহ অন্য ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি, ১টি বিদেশি রিভালবার ও দুটি গুলি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।