৬ মে থেকে চলবে গণপরিবহন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ৩, ২০২১, ০২:৩৬ পিএম ৬ মে থেকে চলবে গণপরিবহন

সারাদেশে আগামী ৬ মে থেকে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সচিব বলেন, "শহরের অভ্যন্তরে গণপরিবহন খুলে দেওয়া হচ্ছে। তবে এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।"

"তবে স্বাস্থ্যবিধির বিষয়টি মালিকপক্ষকে নিশ্চিত করতে হবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে অআইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ সময় তিনি দেশের চলমান কঠোর বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানান।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে বিধিনিষেধ দিয়েছিল সরকার। তবে তা ফলপ্রসূ না হওয়ায় পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় সেই বিধিনিষেধ। এ বিধিনিষেধ কার্যকরে ১৩ দফা নির্দেশনা দেয় সরকার।