রাজধানীর মিরপুরের ১৪ নম্বরের লালমাটিয়া বস্তিতে আগুন লেগেছে। বুধবার (২ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, কালশীর বাউনিয়া বাঁধ বস্তির একটি ঝাড়ুর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এর আশপাশে বেশ কয়েকটি বসতঘর রয়েছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য কাজ চলছে।