আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুন ৫, ২০২১, ০১:২৫ পিএম আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন

বাংলাদেশকে দ্বিতীয় দফা করোনাভাইরাসের টিকা উপহার দিচ্ছে চীন সরকার। ১৩ জুন আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে দেশটি।

শুক্রবার (৪ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলে চীনা স্টেট কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, ১৩ জুন বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার। বাংলাদেশে করোনা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে চীন। বাংলাদেশে টিকার জরুরি প্রয়োজন ও টিকা সরবরাহের ঘাটতির বিষয়ে তারা উদ্বিগ্ন। পরিস্থিতি নজরে রেখেই আবারও টিকা পাঠাচ্ছে চীন সরকার।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্ধুদেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। ভবিষ্যতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মহামারির বিরুদ্ধে লড়তে চীন সহযোগিতা করবে। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সহায়তা করবে চীন।

বাংলাদেশকে এর আগে গত ১২ মে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন সরকার।