রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কামরুল হাসান আরো জানান, ভোর ৪টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগুন লাগার পরপরই বস্তির বাসিন্দারা নিরাপদ স্থানে চলে যান। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আড়াই ঘণ্টার আগুনে পুড়ে গেছে বস্তির তিনশতাধিক ঘর।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি পুলিশ ও র্যাব নিরাপত্তার দায়িত্বে কাজ করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।