সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে পারভীন আক্তার প্রিয়া (২৪) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুন) সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় মুক্তামীরের মালিকানাধীন সীমানাপ্রাচীর ধসে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।
নিহত পোশাকশ্রমিক পারভীন আক্তার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করে প্রাইম বিডি নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, সকালে পারভীন আক্তার তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ পাশের বাউন্ডারি ভেঙে পড়ে। এতে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজার হারুনুর রশীদ জানান, সকালে দেয়ালচাপায় এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। তার পা ও বুকের দেয়ালচাপায় আঘাতে মৃত্যু হতে পারে বলে জানান তিনি।
এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানিম জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তেতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।