টিকার জন্য জোর চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৩:২৩ পিএম টিকার জন্য জোর চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “সীমান্ত জেলা থেকে করোনা সংক্রমণ ঢাকার কাছে চলে এসেছে। তাই সবাইকে আরও সতর্ক হতে হবে। সঙ্গে করোনা পরীক্ষাও বাড়ানো দরকার।”

বুধবার (১৬ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ভ্যাকসিন পাওয়ার জন্য চেষ্টা অব্যাহত আছে। ভ্যাকসিন পেতে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে সরকার। রাশিয়া ও চীনের টিকার দামের বিষয়ে তাদের সঙ্গে গোপনীয়তার চুক্তি হয়েছিল। কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টীকা পেতে দেরি হচ্ছে।”

জাহিদ মালেক আরও বলেন, “১১ লাখ ভ্যাকসিন এখন হাতে রয়েছে। এগুলো ১৯ তারিখ থেকে দেওয়া শুরু হবে। ৫ লাখ মানুষকে দেওয়া যাবে।”