কোরবানির ঈদ আসতে এখনও বেশ বাকি থাকলেও বেড়েছে আদা, রসুনের মতো মসলার দাম। সবচেয়ে বেশি বেড়েছে চীনা আদার দাম। বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে, যা ৭ দিন আগেও ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।
বিক্রেতারা বলছেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গিয়েছে। তাই দাম বেড়েছে। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা আদার দামও বাড়তি।
স্বস্তি মিলছে পেঁয়াজ ও আলুর দামে। প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজ কেনা যাচ্ছে ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে। আর আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।
জাগরণ/এসএসকে