ঈদের আগেই মসলার বাজার বেজায় গরম

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০১:২১ এএম ঈদের আগেই মসলার বাজার বেজায় গরম

কোরবানির ঈদ আসতে এখনও বেশ বাকি থাকলেও বেড়েছে আদা, রসুনের মতো মসলার দাম। সবচেয়ে বেশি বেড়েছে চীনা আদার দাম। বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে, যা ৭ দিন আগেও ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।

বিক্রেতারা বলছেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গিয়েছে। তাই দাম বেড়েছে। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা আদার দামও বাড়তি।

স্বস্তি মিলছে পেঁয়াজ ও আলুর দামে। প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজ কেনা যাচ্ছে ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে। আর আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।

জাগরণ/এসএসকে