হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং বাতিল

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০২:৪৯ পিএম হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং বাতিল

দেশে করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রম নিয়ে আজ মঙ্গলবার (৬ জুলাই) ব্রিফিং করার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। তবে তা বাতিল করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে প্রেস ব্রিফিং এর কথা জানিয়ে অনুষ্ঠানটি কাভারেজ-এর জন্য বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াতে ইমেইল করেন।

কিন্তু মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় জানানো হয়েছে, আজ ৬ জুলাই বেলা ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মিডিয়া ব্রিফিং অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। 

বর্তমান পরিস্থিতিতে প্রেস ব্রিফিং ডাকা ও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করাকে অনেকেই ‘মন্ত্রীর হেঁয়ালিপনা’ বলে মন্তব্য করেছেন।

ব্রিফিংয়ের পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলেও তাতে উল্লেখ করা হয়েছে।