নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক মারা গেছেন। জেলা ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
পরে রাত ৮টার দিকে তিনি জানান, সাততলা ভবনের ছয় তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ভবনে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। তারা হলেন, স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৩৩) ।
স্বপ্না রানী সিলেটের বাসিন্দা, স্বামীর নাম যতি সরকার। আর মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী।
এদিকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহাদাত হোসেনও আগুনে ওই দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আহত ১৫ শ্রমিককে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল আল আরিফিন।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক সমকালকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার নিচতলায় আগুন লাগে। আগুনের শিখা ক্রমাগত বাড়তে শুরু করে। এসময় পুরো ভবন অন্ধকার হয়ে যায়। কেউ কেউ ছাদে আশ্রয় নেয়। অনেকে লাফ দেয় ছাদ থেকে। এসময় দুইজন মারা গেছে বলে জেনেছি।
নিহত স্বপ্না রানীর মেয়ে বিশাখা রানীও এই কারখানায় কাজ করেন। তিনি বলেন, ‘ভবনের ভেতরে আরও অনেক শ্রমিক আটকে আছেন।'
জাগরণ/এসকেএইচ