৩১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, চলবে উদ্ধার অভিযান

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৯:২০ এএম ৩১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, চলবে উদ্ধার অভিযান

টানা দীর্ঘ ৩১ ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার আগুন  নিয়ন্ত্রণে এসেছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানায় আগুন লাগে। এতে নিহত হন ৫২ জন। ঘটনাস্থল আর হাসপাতালের মর্গের সামনে স্বজন হারাদের আহাজারীতে ভারি হয়ে আছে বাতাস। এরমধ‌্যে ৪৯ জনের লাশ আগুনে পুড়ে গেছে। লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শনিবার (১০ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাফফুজ রিবেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, ১৮টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ফায়ার সার্ভিস ডাম্পিংয়ের কাজ করছে।

এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে লাগা আগুন ছয় তলা এই বিল্ডিংয়ে দ্রুতই ছড়িয়ে পড়ে। সারা রাত অনেক শ্রমিকের খোঁজ না পেয়ে দিশেহারা স্বজনেরা সকালে ক্ষুব্ধ হয়ে ওঠে। চালায় ভাংচুর, সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে।

জাগরণ/এমআর