নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের সময় ৪৯ জন আটকা ছিলেন একটি ফ্লোরে। ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষগুলো ওই ফ্লোরেই পুড়ে মারা যান। ভবনটির চারতলায় বের হওয়ার একটি দরজা ছিল; যা ভবন কর্তৃপক্ষ তালাবদ্ধ করে রেখেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তালাবদ্ধ থাকার কারণে এতগুলো মানুষ মারা গেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।
শনিবার (১০ জুলাই) হাশেম ফুডস লিমিটেডের কারখানা ভবনের চারতলা পরিদর্শনে দেখা যায়, সেখানে উত্তর পাশে সিঁড়ির দরজা লোহার বেড়া দিয়ে বন্ধ রাখা হয়েছিল; যাতে করে কেউ এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না পারে। ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ফ্লোরে আগুনে পোড়া সরঞ্জাম ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
জাগরণ/এমএইচ