পুরনো চেহারায় ফিরছে শহর

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ১১:৫০ এএম পুরনো  চেহারায় ফিরছে শহর
রাজধানীর একটি ব্যস্ততম সড়ক ● সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শিথিল হচ্ছে চলমান লকডাউন। তার আগেই রাস্তায় যানবাহনের চাপ বেড়ে গেছে। 

বুধবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি সড়কে দেখা দিয়েছে যানজট।

গত ১৩ দিনের তুলনায়, মানুষের চলাচলও বেড়েছে। রাস্তায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও, তল্লাশি নেই তেমন একটা। 

দায়িত্বে থাকা পুলিশ জানিয়েছে, লকডাউন শেষ হওয়ার আগেই মানুষজন বিভিন্ন কাজে বের হচ্ছেন। 

বাস শ্রমিকরা জানান, রাত ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও, তার আগেই দূরপাল্লার বাস চলাচল শুরু হতে পারে। 

ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। বন্ধ থাকবে গণপরিবহন, দোকানপাট-শপিংমল, শিল্প-কারখানা ও সরকারি-বেসরকারি অফিস।

জাগরণ/এমএ