রাতে শাহজালালে চলাচল করবে না বিমান

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ১০:০২ পিএম রাতে শাহজালালে চলাচল করবে না বিমান

তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন মাস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হবে।

বুধবার এ সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 
 
জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে।

বেবিচক জানায়, রাতে বিমান চলাচল বন্ধ থাকায় বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। এরই মধ্যে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ও পরিবর্তন করা হয়েছে।


জাগরণ/এমইউ