প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে সবজী বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৫:৩১ পিএম প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে সবজী বীজ বিতরণ
ছবি- জাগরণ।

দারিদ্র্য বিমোচন ও গ্রামীন জনগোষ্ঠীর খাদ্যে পুষ্টিগুন ঠিক রাখার লক্ষ্যে লক্ষে ঠাকুরগাওয়ে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সবজীর বীজ বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাও এপির আয়োজনে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্তরে এ বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 

ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, ঠাকুরগাও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

উল্লেখ্য, অনেক পরিবারের মাঝে সবজীর বীজ বিতরণের এ কর্মসূচীর আওতায় সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, রহিমানপুর এবং পৌরসভার ৭, ৮,৯ নং ওয়ার্ডে ৬শ পরিবারের মাঝে লালশাক, পালংশাক, লাউ, চালকুমড়া, শিম, ঢেড়স, মিস্টিকুমড়া ও চিচিঙ্গার বীজ বিতরণ করা হবে।
 

 

এসকেএইচ//