কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০১:৩২ পিএম কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের বাজিতপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭০০ পিস ইয়াবা ও মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. রাজিব খান (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বাজিতপুর উপজেলার নীলক্ষী হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক মো. রাজিব খান বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের দবি পাথর গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, মো. রাজিব খান একজন মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, একটি অপারেশনাল টিম বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাজিতপুর উপজেলার নীলক্ষী হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৭০০ পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. রাজিব খানকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবার করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান বিএন।

জাগরণ/আরকে