অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলে বাম জোটের হরতাল শুরু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৯:১২ এএম অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলে বাম জোটের হরতাল শুরু
সংগৃহীত

রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল শুরু হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা এই হরতালে সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা। 

সোমবার সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন। 

মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে। 

এদিকে বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে। এ হরতালে কোনো ধরনের উসকানি দেবেন না।’  

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখান থেকে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। 

হরতালে কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় হেঁটে, রিকশায় করে অনেককে গন্তব্যস্থলে রওনা দিয়েছেন।

এদিকে রাজধানীর পল্টন-মতিঝিল, কাকরাইল ও এর আশপাশের কয়েকটি সড়কে তেমন গাড়ি না দেখা গেলেও অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ শাখার সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস জানান, হরতালের সমর্থনে বাম জোটভুক্ত ছাত্র সংগঠনগুলো শাহবাগ মোড় অবরোধ করেছেন। শাহবাগ মোড় ঘিরে সবগুলো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে পিকেটিংও হয়েছে সেখানে।

শাহবাগে উপস্থিত ছাত্র নেতাদের মধ্যে রয়েছেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলিপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, ছাত্র ইউনিয়ন একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জয়, ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি ফয়জুল্লাহ, ছাত্র ফ্রন্টের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য, ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ।

শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ বলেন, বাম জোটের হরতালে এখনও অবধি অপ্রীতিকর কিছু ঘটেনি। আমরা ছাত্রদের বলছি, সড়ক অবরোধ প্রত্যাহার করে নিতে। তারা অনুরোধ রাখছে না।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। 

জোটের নেতারা বলেছেন, দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় মানুষ হরতালে সমর্থন দেবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয়, তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করা সম্ভব হবে।

এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। 

 বিএনপির জেযষ্ঠ যুগ্ম সমাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জনকল্যাণমূলক যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে বিএনপি বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে।

 

এসকেএইচ//