ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল হয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ৯, ২০২২, ০৩:৪১ পিএম ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সয়াবিন ও পাম তেলের বাজারে অস্থিরতা প্রসঙ্গে বলেছেন, ব্যবসায়ীদের বিশ্বাস করা তার ভুল হয়েছে। ব্যবসায়ীরা কথা রাখেননি। যে কারণে বাজার ব্যবস্থাপনায় আমি ব্যর্থ হয়েছি।

সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিপু মুনশি এসব কথা বলেন।

তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সত্য যতই কঠিন হোক তা মেনে নিতে হবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় দেশে তেলের মূল্যবৃদ্ধি মেনে নিন। তবে খুচরা ও পাইকারী পর্যায়ের অনেক ব্যবসায়ী এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। তারা ইতোমধ্যে চিহ্নিত। যখন যেখানে প্রয়োজন সেখানে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং হবে। প্রয়োজনে র‌্যাবের সহযোগিতা নেয়া হবে।’

তিনি বলেন, ‘তেলের উচ্চমূল্যে দরিদ্র মানুষ যাতে চাপে না পড়েন সেজন্য সরকার টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি দরিদ্র পরিবারকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল সহ অন্যান্য পণ্য সরবরাহ করা হবে। আগামী জুন মাসেই টিসিবি এসব পণ্য সরবরাহ করবে।’

 

এসকেএইচ//