বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বৃদ্ধি অবৈধ

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ১২:৪৭ এএম বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বৃদ্ধি অবৈধ

কোনও বিধি প্রণয়ন ছাড়াই ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধি এবং সংস্থাটির কর্মচারীদের পারফরম্যান্স বোনাস দেয়াকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেন।

এ রায়ের ফলে পানির দাম বিধি না করে বাড়াতে পারবে না সংস্থাটি। তবে এর আগের যে সমস্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে সেগুলোতে এ রায় কোনও প্রভাব ফেলবে না।

ওয়াসার পারফরম্যান্স বোনাস দেয়া ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা এক রিটে এ রায় দেন হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, অন্যায় কাজগুলো আগেই হয়েছে, তাই সেসব বাতিল না করে ক্ষমা করে দিয়েছেন আদালত। কিন্তু ভবিষ্যতে বিধি ছাড়া যেন পানির মূল্য নির্ধারণ করা না হয় এবং পারফরম্যান্স বোনাস দেয়া না হয়, সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

জাগরণ/রাজধানী/ঢাকাওয়াসা/এসএসকে