ধর্মঘট প্রত্যাহার

পেট্রোল পাম্পে তেল বিক্রি চলবে

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০১:২৪ এএম পেট্রোল পাম্পে তেল বিক্রি চলবে
ছবি ● ফাইল ফটো

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্পগুলোর মালিক সমিতি।

রোববার রাতে রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কার্যালয় অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি সৈয়দ সাজিদুল করিম কাবুল।

তিনি জানান, বৈঠকে তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রোল পাম্প মালিকদের সব ধরনের দাবি-দাওয়া পূরণের ব্যাপারে ২৯ আগস্ট বৈঠকে দেয়া বিপিসির আশ্বাসের অগ্রগতি দেখেছেন। এজন্য তারা সেই পর্যন্ত ধর্মঘট বাদ দিয়ে তাদের কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।

তেলের দামের কমিশন বাড়িয়ে ৭ শতাংশ করা ও দাম নির্ধারণসহ ৩ দফা দাবিতে রোববার সকাল থেকে ডিপো থেকে তেল নেয়া বন্ধ করে তারা।

ফলে দেশের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ দিনভর বন্ধ ছিলো। পেট্রোল পাম্পগুলোতে বিক্রি হলেও তেলের সংকট দেখা দেয় অনেক এলাকায়।এর আগে বিজ্ঞপ্তি দিয়ে ধর্মঘট প্রত্যাহার করেছিলো মালিকপক্ষের আরেকটি অংশ।

জাগরণ/জ্বালানি/এসএসকে