নতুন প্রধান বিচারপতির শপথ মঙ্গলবার

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৫৯ পিএম নতুন প্রধান বিচারপতির শপথ মঙ্গলবার
ওবায়দুল হাসান ● সংগৃহীত

দেশের নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেবেন মঙ্গলবার।

বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন। সোমবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হচ্ছে সোমবার। সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে থাকায় গত ৩১ আগস্ট ছিল তার শেষ কর্মদিবস।

জাগরণ/আইনআদালত/এসএসকে