৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ১২:২৩ এএম ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়ার ২৪ কিলোমিটার দক্ষিণে।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেম বলছে, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়া নতুন কোনও ঘটনা নয়। দেশের সিলেট, চট্টগ্রাম অঞ্চলের নিচে রয়েছে গুরুত্বপূর্ণ ফল্ট লাইন।

জাগরণ/পরিবেশ/ভূমিকম্প/এসএসকে