ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে নিহত ৩

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ১২:৪২ এএম ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে নিহত ৩
ছবি ● সংগৃহীত

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারের পাহাড়তলী, মহেশখালী ও চকরিয়ায় ৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

ঝড়ের কারণে অনেকে জায়গায় উপড়ে পড়েছে গাছ।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এ তথ্য জানান। 

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূলে আঘাত হানে । এর প্রভাবে জেলায় শুরু হয় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস।

ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন এলাকায় সড়কে উপড়ে পড়ে গাছ। অনেক এলাকা হয়ে পড়ে বিদ্যুৎহীন। পাহাড়তলীতে দেয়াল চাপায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
 
মহেশখালীতে গাছ চাপায় একজন মারা যান। চকরিয়ার বদরখালিতে একইভাবে আরেকজনের মৃত্যু হয়। তবে ঝড় মোকাবিলায় আগেই ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখে জেলা প্রশাসন।

ঝড়ের পরবর্তী উদ্ধার কাজ করছে পৌর কর্তৃপক্ষ।

জাগরণ/পরিবেশ/কেএপি/এমএ