দুদকের চিঠি নিয়ে বিচলিত নই: কাজী সালাউদ্দিন

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৯, ০১:২৬ পিএম দুদকের চিঠি নিয়ে বিচলিত নই: কাজী সালাউদ্দিন
ফাইল ফটো

 

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দুদকের চিঠির বিষয়ে তিনি বিচলিত নন।

বেসরকারি এক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন জানান, 'চিঠিতে লেখা হয়েছে তাদের জানতে চাওয়া তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিতে। আমরা ব্যাখ্যা দিয়ে দেবো। কয়েকদিনের মধ্যেই প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দেয়া হবে'। 

উল্লেখ্য, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সভাপতি বরাবর এ চিঠি দিয়েছে দুদক। তাদের চাহিদা মতো ডকুমেন্টসগুলো দুদককে সরবরাহ করা হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালে এএফসি সলিডারিটি কাপে অংশ নেয়নি। যে কারণে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা গুণতে হয়েছিল বাফুফের। এছাড়া জাতীয় দলের সাবেক দুই কোচ নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের পাওনা নিয়ে যে ঝামেলা হয়েছিল সে বিষয়েও জানতে চেয়েছে দুদক।

২০১৬ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল। ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছিল বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলকে। চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি হিসেবে নেপালের পাওনা ছিল ৫০ হাজার মার্কিন ডলার। ২৫ হাজার মার্কিন ডলার দেয়ার পর বাকি অর্থ দিতে বিলম্ব করেছিল বাফুফে। 

আরও পড়ুন: বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে দুদকের চিঠি

আরএস