জাবিতে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৩:১৭ পিএম জাবিতে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

 

‘চরাচরে এসে গেছে অন্তরে আসো না! ফাল্গুন ভালোবাসা ফাল্গুনই বাসনা’ এই শ্লোগানকে ধারণ করে বুধবার (১৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বসন্তবরণ ১৪২৫।

এ উপলক্ষে বাংলা সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- কলা ও মানবিক অনুষদের ডীন ড. মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. খন্দকার শামীম আহমেদ, বাংলা সংসদের ভিপি শাহরিয়ার ইসলাম আকাশ, মুনির হোসেন (জিএস-বাংলা সংসদ), বাংলা সংসদের প্রচার সম্পাদক জয় সাহাসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী বৃন্দ। এ সময় শিক্ষার্থীরা বসন্তের রঙিন সাজে সেজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক ও বাংলা সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খন্দকার শামীম আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বাংলা সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক তুলে ধরে নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এএস