গ্রামের একাত্তর- আফসান চৌধুরী | পডকাস্ট | জাগরণ অনলাইন
গ্রামের একাত্তর ইতিহাসকে স্মৃতিবদ্ধ করার নতুন ধরনের একটি প্রকল্প। মূলধারার ইতিহাস চর্চা অনেক বেশি দলিলপত্র নির্ভর, গ্রাম সেখানে নিতান্তই প্রান্তিক। অথচ সিংহভাগ মানুষ ছিলেন গ্রামেরই বাসিন্দা, শহর থেকেও বিপুল মানুষ আশ্রয় নিয়েছিলেন গ্রামে। আফসান চৌধুরী সম্পাদিত গ্রামের একাত্তর গ্রন্থে গ্র্রামজীবনের অলেখ্যগুলোকেই কেন্দ্রীয় পটভূমি হিসেবে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই ইতিহাসচর্চার মূল উপাদান মানুষের স্মৃতি