বাম জোটের নেতৃবৃন্দ বলেছেন,গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
শুক্রবার (২২ মার্চ) জোটের পক্ষ থেকে এক কর্মসূচিতে তারা একথা বলেন। গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ঢাকা শাখার উদ্যোগে সূত্রাপুরের বাহাদুরশাহ পার্কের সামনে বিক্ষোভ সমাবেশের পর বাংলাবাজার, লালকুটির ও সদরঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিরতণ করা হয়।
এসময় নেতারা আরো বলেন, অধিকাংশ স্থানে দিনের বেলা চুলায় গ্যাস থাকে না, মিটারবিহীন চুলায় গ্রাহকরা কম গ্যাস ব্যবহার করে বেশি দাম দিচ্ছে। আর সারাদেশে সাধারণ মানুষ বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছে।
বাম জোটের ঢাকা মহানগর শাখার সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- আবু তাহের বকুল, আলিফ দেওয়ান, অ্যাডভোকেট বিমল চন্দ্র সাহা, উত্তম কুমার ও জুলফিকার আলী।
এদিকে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ঢাকা শাখার উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় হাতিরপুল বাজার থেকে পান্থপথ ও মিরপুর-১০ গোলচত্তরে বিক্ষোভ ও মিরপুর-১৩ কাফরুল পর্যন্ত লিফলেট বিতরণ- সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাম জোটের কেন্দ্রীয় ও ঢাকা নগর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
টিএস/বিএস