‘ক্ষমতার অপব্যবহার বন্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০১৯, ০৮:৫১ পিএম ‘ক্ষমতার অপব্যবহার বন্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
হাসানুল হক ইনু -ফাইল ছবি

জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার সুফল-উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছাতে হলে দলবাজী-ক্ষমতাবাজী-প্রশাসনের ক্ষমতার অপব্যবহার-দুর্নীতি বন্ধ করে আইনের শাসন-সুশাসন-সমাজতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে নিতে হবে।

শনিবার (৩০ মার্চ) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে দলীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন।

ইনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়য়া, জাতীয় পার্টি (জে-পি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহদাৎ হোসেন, বাসদ (খা) আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপ (মো) সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রশিদ সরকার।

বঙ্গবন্ধুসহ মার্চের ঐতিহাসিক ঘটনাবলীর নায়কদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইনু বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা অস্বীকার করার দিন শেষ। মৌলবাদ-সাম্প্রদায়িকতা-বিএনপি-জামায়াত তথা পাকিস্তানপন্থার রাজনীতির পরাজয় ঘটেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নিজেদের ভুল-বিভ্রান্তি-অনৈক্যের সুযোগে ফাঁক-ফোকর দিয়ে যেন পাকিস্তানপন্থার রাজনীতি ফিরে না আসে তার জন্য সতর্ক থাকতে হবে। 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, নাদের চৌধুরী, নুরুল আখতার, সহসভাপতি আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ।

টিএস/এসএমএম