নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় যাচ্ছেন মির্জা ফখরুল

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৯, ০৫:১৪ পিএম নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় যাচ্ছেন মির্জা ফখরুল

৭ বছর ধরে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বাসায় যাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। বুধবার সন্ধ্যা ৬টায় বানানীতে এম ইলিয়াস আলীর বাসায় যাবেন তিনি। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল জানান, পরিবারের সদস্যদের সমাবেদনা জানাতে সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় যাবেন। 

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর তৎকালীন রূপসী বাংলা হোটেল থেকে আড্ডা শেষে বনানীর বাসায় ফিরছিলেন ছাত্রদলের সাবেক সম্পাদক এম ইলিয়াস আলী। বনানী ২ নম্বর রোড থেকে গাড়িচালকসহ তিনি নিখোঁজ হন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ। আজ ৭ বছর হল তার কোনো সন্ধান মেলেনি।

স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও ছুটে গিয়েছিলেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। নানা তথ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছুটে গেছেন গাজীপুরসহ বিভিন্ন জায়গায়।

নিখোঁজের পর ইলিয়াস আলীর তথ্য জানতে হাইকোর্টে রিট করেছিলেন তাহসিনা রুশদীর লুনা। বাবাকে উদ্ধারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে চিঠি লিখেছিলেন ইলিয়াসের কন্যা সাইয়ারা নাওয়াল। সন্তানের ফেরার অপেক্ষায় থাকতে থাকতে পৃথিবী ছেড়েছেন এম ইলিয়াস আলীর মা সূর্যবান বানু।

নিখোঁজ দিবস উপলক্ষে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এম ইলিয়াস আলী মুক্তি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

টিএস/ এফসি