চাঁদপুরে শিক্ষকের ঘর থেকে বের হল ৫০ সাপ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ১২:০০ পিএম চাঁদপুরে শিক্ষকের ঘর থেকে বের হল ৫০ সাপ 
মানিক মিয়াজী ঘর থেকে বের হওয়া সাপ -ছবি : জাগরণ

চাঁদপুরে মানিক মিয়াজী নামের এক স্কুল শিক্ষকের ঘর থেকে প্রায় অর্ধশত সাপের বাচ্চা বের হয়েছে। যদিও আত্মরক্ষার্থে সাপগুলোকে একে একে মেরে ফেলেন তিনি। এ ঘটনায় সাপ দেখতে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় করে।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মানিক মিয়াজী জানান, গত দুই দিন থেকে তার ঘরের বিল্ডিং এর ফাঁক দিয়ে সাপ বের হতে শুরু করে। তখন তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লে তিনি নিজেই সেগুলোকে মারতে শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৭ টিরও বেশি সাপের বাচ্চা মারেন তিনি। তবে এগুলো কি জাতের অথবা কি সাপ তা তিনি নিশ্চত করতে পারেননি।

স্থানিয় বাসিন্দা জামাল হোসেন ও মনির হোসেন জানান, সাপগুলো মারার পর আশপাশের মানুষ দেখতে ছুটে আসে। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

একেএস