গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা গণতান্ত্রিক বাম জোটের হরতালে প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
মঙ্গলবার (০২ জুলাই) বিকালে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে হরতালে তাদের দলের এ সমর্থনের কথা জানান।
গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ৭ জুলাই রোববার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে।
এদিকে, জন দুর্ভোগের বাজেট ও গ্যাসের মূল্য বৃদ্ধির অভিযোগ এনে এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানব বন্ধন করবে জেএসডি।
টিএস/বিএস