গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ৭ জুলাই রোববারের হরতালের প্রতি সমর্থন জানিয়েছে সরকার-ঘনিষ্ট ডা. বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
শুক্রবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ সমর্থনের কথা জানান এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা।
বিবৃতি বলা হয়, ‘জনগণের পকেট কাটার জন্যই সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সকল অর্থনৈতিক খাত। শিল্পপতি ও ব্যবসায়ীরা গ্যাসের অতিরিক্ত খরচ পোষানোর জন্য তাদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হবেন। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শেষ পর্যন্ত সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হবে।
শিল্পপতিদের খুশি করতে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করে ওই যুক্ত বিবৃতিতে বলা হয়, গ্যাসের মূল্য বৃদ্ধি করায় বাসাবাড়ির ব্যবহৃত গ্যাসের ব্যয় বেড়ে যাবে। অল্প আয়ের মানুষরা তাদের পরিবার চালাতে হিমশিম খাবেন।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মূল্য কমানোর দাবিতে ৭ জুলাই হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান হয় বিবৃতিতে।
টিএস/এসএমএম