প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে ৩ শতাধিক সাবেক কর্মকর্তা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৮, ০৬:৩৭ পিএম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে ৩ শতাধিক সাবেক কর্মকর্তা

 

অবসরে যাওয়া উচ্চপদস্থ ৩ শতাধিক অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা গণভবন গিয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তারা গণভবনে যান।

জানা গেছে, বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ফের ক্ষমতায় আনতে এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে একাত্মতা প্রকাশ করবেন এবং সমর্থন জানাবেন।

এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদের কর্মকর্তা রয়েছেন ৫৭ জন, সাবেক রাষ্ট্রদূত রয়েছেন ৯ জন, সাবেক অতিরিক্ত ও যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ৭৩ জন। এছাড়া স্বাস্থ্য ক্যাডারের ১৪ জন, শিক্ষা ক্যাডারের ১৪ জন, প্রকৌশলী ২৭ জন, বন ও ডাক বিভাগের ১১ জন, পুলিশের ১০ জন, কর ও তথ্য বিভাগের ১১ জন, টেলিকম, শুল্ক, অডিট, রেল ও খাদ্য বিভাগের ১১ জন এবং কৃষি বিভাগের ৬৭ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন।

এএইচএস/আরআই