আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগের নেতারা ক্যাসিনোর টাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠালে সরকার কি বসে বসে আঙ্গুল চুষে?
বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’ মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ নেতাদের বাড়ি টাকার খনিতে পরিণত হয়েছে। তাদের ঘরে ঘরে ভোল্ট ভর্তি টাকা ও সোনা। দুর্নীতি, জুয়া ও ক্যাসিনোর ছোঁয়ায় তারা এক একজন টাকার কুমিরে পরিণত হয়েছে।
বিএনপি-জামায়াত করা লোকদের আওয়ামী লীগের বড় বড় পদে শেখ হাসিনা কেন বসিয়েছেন-এমন প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, খন্দকার মোশতাক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্ত্বেও বর্তমান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন- স্থায়ী কমিটির আগের সদস্য ড. আবদুল মঈন খান। এতে শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন।
টিএস/টিএফ