গডফাদারদের কাছে জাতীয় বাজেটের সমান টাকা রয়েছে বলে দাবি রিজভীর
সরকার দলীয় ক্যাসিনো গডফাদারদের কাছে জাতীয় বাজেটের সমান টাকা রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তারা চাঁদাবাজি করে অবৈধ ক্যাসিনো আর অনৈতিক কাজে মগ্ন থেকেছে এতোদিন। নিজেদের পকেট আর ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন করে ফুলে ফেঁপে একেকজন টাকার পাহাড় বানাচ্ছে। যারা আইন প্রয়োগ করবে সেই পুলিশ এখন সরকারি দলের পাণ্ডা হিসাবে কাজ করছে। তা না হলে গডফাদারদের কেন ধরা হচ্ছে না?
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভেজা গামছা যেমন পেঁচিয়ে পেঁচিয়ে এবং চিপে চিপে পানিশূন্য করা হয়, বাংলাদেশটাকে ঠিক সেরকম করেই সম্পদ শূন্য করছে এই গণধিকৃত জবর-দখলকারী সরকার। এখন নিজেদের বিপদ আঁচ করতে পেরে আবোল-তাবোল বকছে।এতে কোনও লাভ হবে না। জনগণের প্রতিরোধের আওয়াজ সর্বত্র শোনা যাচ্ছে। পতন অনিবার্য।
তিনি বলেন, সরকারে লোকজন জুয়া-ক্যাসিনোতে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ। একটি মুসলিম প্রধান দেশকে নিষিদ্ধ জুয়া-ক্যাসিনোর দেশে পরিণত করা হয়েছে। এখন তাদের নেতা-এমপি-আমলারা ক্যাসিনোর পক্ষে প্রকাশ্যে সাফাই গাইছে। তারা সবকিছু হালাল করার চেষ্টা করছেন। আমরা আগেও বলেছি, এখনও বলছি এগুলো আইওয়াশ মাত্র। তথাকথিত শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাচকি মাছ। দুর্নীতির রাঘববোয়ালরে টিকিটিও স্পর্শ করতে পারে নি। দুর্নীতি ও লুটপাটের গডফাদারাই এখনও নিয়ন্ত্রণ করছে। তাদের ধরতে পারলে দেখা যাবে তাদের একেকজনের কাছে একেকটি টাকার ব্যাংক আছে।
টিএস/এসএমএম