অর্থ পাচারকারীর তালিকা চাইলেন অর্থমন্ত্রী

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৩:৩৯ পিএম অর্থ পাচারকারীর তালিকা চাইলেন অর্থমন্ত্রী

অর্থ পাচারে বাংলাদেশে কারা কারা জড়িত, এ ব্যাপারে কোনো তথ্য থাকলে জানাতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

সোমবার (৭ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ তুললে আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, “কারা টাকা নিয়ে যায়, সেই লিস্ট আমার কাছে নেই। আপনাদের কাছে লিস্ট থাকলে আমাকে নামগুলো দেন। কাজটি করা আমাদের জন্য সহজ হবে।”

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, “বিদেশে এক লাখ কোটি টাকার ওপরে চলে যাচ্ছে। ওভার আর আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে!”

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, “এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের টাকা নিচ্ছেন। টাকা নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশ পাঠাচ্ছে। দুদকের একটি অফিস কানাডায়, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায় করুন। তাহলে দেখা যাবে কে কত টাকা নিয়েছে।”

এ সময় অর্থমন্ত্রী বলেন, “দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে।”