৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:০৪ এএম ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ছবি ● ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের সই করা এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচল করতে পারবে না। ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না।

এই সময়ে কেবল জরুরি প্রয়োজনীয় বাহন ও ইসির অনুমতিপ্রাপ্ত যান চলাচল করতে পারবে। ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা ও পরের ৪৮ ঘণ্টা মিছিল-মিটিং ও শোভাযাত্রা করা যাবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

জাগরণ/দ্বাদশজাতীয়সংসদনির্বাচন/এসএসকে