জামায়াত নিষিদ্ধে আ’লীগের স্ট্যান্ড নির্ধারিত: ওবায়দুল কাদের

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০১:৫৬ পিএম জামায়াত নিষিদ্ধে আ’লীগের স্ট্যান্ড নির্ধারিত: ওবায়দুল কাদের
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের


১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে আওয়ামী লীগের স্ট্যান্ড নির্ধারিত বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে আ’লীগের স্ট্যান্ড নির্ধারিত, কিন্তু আদালতের একটা বিষয় রয়েছে, আদালতের রায়ের আগে আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাই না। 

সম্পাদকমণ্ডলীর বৈঠকে আগামী একুশে ফেব্রুয়ারির দলীয় কর্মসূচি নিরূপণ, উপজেলা নির্বাচনে প্রসঙ্গে আলোচনা ও একাদশ জাতীয় নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের প্রবীণ নেতা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বৈঠকে শোক প্রকাশ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি সামনে রেখে দলের কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। আমরা উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করেছি, ২২ ফেব্রুয়ারি মনোনয়ন বোর্ডের সভা হবে, সেখান তৃতীয় ধাপের মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত হবে। ২৩ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় চতুর্থ ধাপের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে যারা দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিষয়ে আমরা বৈঠকে আলোচনা করেছি। যারা দলের বিদ্রোহী ছিল তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া শুরু করব। নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশে এলেই আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও সমবায় সম্পাদক  ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, আনোয়ার হোসেন প্রমুখ।

এএইচএস/আরআই