মালয়েশিয়ায় লকডাউনেও বাংলাদেশ দূতাবাসের সেবা চলছে

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৯:২৫ পিএম মালয়েশিয়ায় লকডাউনেও বাংলাদেশ দূতাবাসের সেবা চলছে

মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। এর মধ্যেও থেমে নেই বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও কন্স্যুলার সেবা। করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই চলছে সেবা। তবে কিছুটা পরিবর্তন এসেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, এই কঠোর লকডাউনের মধ্যেও দূতাবাস থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন পাসপোর্ট সেবা নিচ্ছেন। এজন্য দূতাবাসে আসার আগে অন্যান্য দূতাবাসের মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় না।

সেবার দরজা সবসময় খোলা। জরুরি যোগাযোগের জন্য এ সময় পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে সোমবার থেকে শুক্রবার অফিস চলাকালে হাইকমিশনের ০১৪৯৪৪৭০৪৪, ০১০২৮৩৪০৬২, ০১৭৪০৮৬০১৪, ০১৩৯১২৩১০৬, ০১৬৩০৭২৪৩৮, ০১১২৫৭৪৭০৭৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও প্রবাসীদের অনেকে অভিযোগ করেছেন, ফোনে যোগাযোগ করেও পাওয়া যায় না।