রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন আওয়ামী লীগের সাক্ষাৎ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৩:১৮ পিএম রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন আওয়ামী লীগের সাক্ষাৎ

স্পেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় নেতারা রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ দূতাবাসের হলরুমে সৌজন্য সাক্ষাৎ করেন স্পেন আওয়ামী লীগের নেতারা।

এসময় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করার পাশাপাশি আইন কানুন মেনে প্রবাসী বাংলাদেশিদের সৌহার্দ্যপূর্ণ অবস্থানের আহ্বান জানান।

স্পেন আওয়ামী লীগ (একাংশ) এর সভাপতি দুলাল সাফা ও সাধারণ সম্পাদক দবির তালুকদারের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি আব্দুল কাদের ঢালী, সৈয়দ মনির হোসেন, শাহ আলম, সায়েম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, দুলাল সরকার, উপপ্রচার সম্পাদক কালাম সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেন শাখার সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ, স্পেন যুবলীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ, রুবেল আহমদ, শরীফ আহমদ প্রমুখ।