বুদ্ধপূর্ণিমায় হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২১, ১১:২৭ এএম বুদ্ধপূর্ণিমায় হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে বুদ্ধপূর্ণিমায়, ২৬ মে। এটি ‘টোটাল লুনার এক্লিপস’ বা ‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ’ হবে। পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ছায়া এলাকা দিয়েই অগ্রসর হবে চাঁদ। এ সময় চাঁদকে লালচে কমলা রঙের দেখায়। আকারেও বেশ বড় হয়। তাই একে ‘ব্লাড মুন’- ও বলা হয়।

২৬ মে বুধবার দুপুর ২টা ১৭ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রহণ স্থায়ী হবে ১৪ মিনিট। এই সময় রং ও আকার-আয়তনে ভিন্ন দেখাবে চাঁদ। 

এই চন্দ্রগ্রহণ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যাবে। ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, আসাম এবং মেঘালয় থেকে দেখা যাবে এই গ্রহণ। এছাড়া বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।

এ বছর আরও তিনটি গ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব। ১০ জুন হবে অ্যানুলার সোলার ইক্লিপস, ১৯ নভেম্বর হবে আংশিক চন্দ্রগ্রহণ এবং ৪ ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে পারে।