আকাশে চন্দ্রবিন্দু, আসলে কী ছিল?

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ১১:৩৩ পিএম আকাশে চন্দ্রবিন্দু, আসলে কী ছিল?
ছবি ● সংগৃহীত

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঘড়ির কাঁটায় যখন প্রায় সন্ধ্যা ছয়টা তখন আকাশে রমজানের একফালি চাঁদ। কিন্তু তার সঙ্গে আরও অন্য কিছু। তবে সেটা কী তা বুঝে ওঠার আগেই মুগ্ধ মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ। সঙ্গে হতবাকও। আর হবেই না বা কেন! এমন ‘চন্দ্রবিন্দু’র কথা বইপুস্তকে পড়লেও আজ যে সচক্ষে দেখা!

নয়নভরে চন্দ্রবিন্দু দেখা মানুষগুলো শুধু দেখেই ক্ষান্ত হননি। সোস্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়েছেন আলোরগতিতে।

এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আসলে চাঁদের নিচে ওই বিন্দুটি কি? তার তাতেই চাউর হয়েছে নানা রূপকথা, উপকথা।

 জানা যায়, ওই বিন্দুটি আসলে শুক্র গ্রহ। চাঁদের গা ঘেঁষে থাকায় তা দেখতে চন্দ্রবিন্দুর মতো মনে হচ্ছিলো।

শুধু বাংলাদেশের আকাশেই নয়। ওপার বাংলার কলকাতায় স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদের গা ঘেঁষে অবস্থান করছিল গ্রহটি।

অ্যাস্ট্রোনমি বিভাগের বিজ্ঞানীরা জানান,  পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ। তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে। ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে।

কতদিন পর আবারও এমন দৃশ্য দেখা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজ্ঞানীরা।

তারা এও জানিয়েছেন,নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।

জাগরণ/বিজ্ঞানওপ্রযুক্তি/এসএসকে