আফগানিস্তানের টেস্ট স্কোয়াডে ২ নতুন মুখ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০১৯, ১০:০৫ এএম আফগানিস্তানের টেস্ট স্কোয়াডে ২ নতুন মুখ 

 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁ হাতি রিষ্ট স্পিনার জাহির খান এবং পেসার সায়েদ শিরজাদ।

২০ বছর বয়সী জাহির খান এখন পর্যন্ত একটি মাত্র আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। গত ১০ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষিক্ত জাহির ৫৫ রান খরচায় নেন ২ উইকেট। 

২০১৫ সালে জাহিরের প্রথম শ্রেণির ক্রিকেটে পাপুয়া নিউগিনির বিপক্ষে অভিষেক হয়েছিল। সেই ম্যাচে তিনি ৬৯ রান দিয়ে ৭ উইকেট দখল করেছিলেন। এখন পর্যন্ত ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা জাহির মাত্র ১৩.১৪ গড়ে নিয়েছেন ৩৪ উইকেট। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফগানিস্তান দলের সদস্য ছিলেন জাহির।

গত বছরের আইপিএলে রাজস্তান রয়্যালসের হয়ে জাহিরের অভিষেক হয়েছিল। ইংল্যান্ডে ঘরোয়া লীগ টি-২০ ব্লাস্টে তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন।

অপরদিকে, আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত চারটি টি-২০ ও একটি ওয়ানডে খেলা শিরজাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে ২৫.৩৮ গড়ে ৪৯ উইকেট পেয়েছেন। 

আগামী ১৫ মার্চ ভারতের দেরাদুনে নিজেদের হোম ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান।

আফগানিস্তান স্কোয়াড: আজগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইহসানউল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, নাসির জামাল, হাশমতউল্লাহ শাহিদি, ইকরাম আলিখালি, মোহাম্মদ নবী, রশিদ খান, ওয়াফাদার মোমান্দ, ইয়ামিন আহমাদজাই, শারাফুদ্দিন আশরাফ, ওয়াকার সালামখাইল, জাহির খান, সায়েদ শিরজাদ।

আরএস