আর্জেন্টিনা দলে মেসি ফেরায় খুশি সতীর্থরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০১৯, ০৩:৪৭ পিএম আর্জেন্টিনা দলে মেসি ফেরায় খুশি সতীর্থরা
ওয়ান্ডা মেট্রোপলিটনে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে লিওনেল মেসি (বাঁ দিকে)

 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ মাস পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। ৩১ বছর বয়সী এই ফুটবলার ভেনেজুয়েলা এবং মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ডাকও পেয়েছেন। 

স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে মেসি আবারো জাতীয় দলে আসায় খুশি তার সতীর্থরা। তার ফিরে আসাকে জাতীয় দলে জন্য বড় এক পাওয়া বলেই মনে করছেন কোচ ও খেলোয়াড়রা।

২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে নামেননি লিওনেল মেসি। ক্লাব ফুটবলে খেলা চালিয়ে গেলেও জাতীয় দলের হয়ে মাঠে না নামায় জোরালো হয়ে উঠছিল আদৌ তিনি আর কখনো আর্জেন্টিনা দলে ফিরবেন কিনা তা নিয়ে। তবে শেষ পর্যন্ত কোচ ও সতীর্থদের অনুরোধ আর এড়িয়ে যেতে পারেননি ফুটবলের এই জাদুকর।

ভেনেজুয়েলা এবং মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বর্তমানে স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদের ভেন্যুতে অনুশীলন ক্যাম্প শুরু করেছে আর্জেন্টিনা। মেসির উপস্থিতিতে পুরো দল উজ্জীবিত হয়ে অনুশীলনে নিমগ্ন রয়েছে। 

আগামী ২৩ মার্চ অ্যাতলেটিকোর হোম ভেন্যু ওয়ান্ডা মেট্রোপলিটনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ২৬ মার্চ প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। 

আরএস