আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের পর দীর্ঘ ৮ মাসের বিরতি দিয়ে জাতীয় দলে ফেরাটা মোটেও তাই সুখকর হয়নি লিওনেল মেসির।
আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হওয়ার পরেও মেসি বার্সেলোনায় যতটা ভালো খেলেন, জাতীয় দলের হয়ে ততটা কেন ভালো খেলেন না- এমন আলোচনা আগে থেকেই প্রচলিত রয়েছে। এবার সেই আলোচনার আগুনে যেন ঘি ঢেলে দিলেন ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক দানিয়েল পাসারেলা।
আলবিসেলেস্তেদের সাবেক সেন্টার ব্যাক পাসারেলা খেলোয়াড়ি জীবন শেষে আর্জেন্টিনা ও উরুগুয়ের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ বছর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সভাপতিও ছিলেন।
মেসি প্রসঙ্গে পাসারেলা বলেন, মেসি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং সে দলের জন্য যেকোনো কিছু দিতে পারে। তবে সে যখন বার্সেলোনার হয়ে খেলে, তখন তার ভিন্ন মনোভাব থাকে। সে ওইখানে তুলনামূলকভাবে ভালো করে। কখনও কখনও এমনটা ঘটে থাকে।
মেসি বার্সেলোনায় যতটা উজ্জ্বল; জাতীয় দলে তেমনটা নয় উল্লেখ করে তিনি বলেন, সে যখন একটি দলের জন্য ভালো খেলে তখন সেই দলের সবাই তাকে ভালোবাসে। কিন্তু কোনো কারণে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং খানিকটা ফিট মনে করে না। আমি জানি না কেন এমনটা হচ্ছে। বিষয়টি আসলে মনের ভেতর থেকে অনুভব করার বিষয়।
আরএস