ডিয়েগো ম্যারাডোনা বিশ্বাস করেন সঠিক পথেই রয়েছে মেক্সিকো ফুটবল দল। খেলোয়াড়ি জীবনে তার সাবেক সতীর্থ জেরার্ডো ‘টাটা’ মার্টিনো এখন মেক্সিকোর কোচ। আর তার অধীনেই বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে মেক্সিকান ফুটবল বলে ম্যারাডোনার অভিমত।
ম্যারাডোনাও বর্তমানে জড়িত মেক্সিকান ফুটবলের সঙ্গে। মেক্সিকোর দ্বিতীয় সারির দল ডোরাডোস ডি সিনালোয়ার কোচ তিনি। শুক্রবার রাতে দক্ষিণ আমেরিকার জায়ান্ট ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে ৩-১ গোলে হারায় মেক্সিকো।
ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে ম্যারাডোনা বলেন, 'আমি টাটার দলকে পরখ করে দেখেছি। তারা বেশ শক্ত প্রতিপক্ষ। টাটার কৌশলও দারুণ। আমি নিঃসন্দেহে বলতে পারি, যদি তারা (মেক্সিকান ফুটবল) টাটাকে রেখে দেয় তবে সে মেক্সিকোকে পরিতুষ্ট করতে পারবে।'
ম্যারাডোনা আরও বলেন, 'সে দলকে খুব দ্রুত এক সুতোয় গেঁথে ফেলেছে। আমার বিশ্বাস এটা দলের জন্য কাজ করছে। নতুবা হলে চিলির মতো দলকে ৩ গোল দেয়া মোটেও সহজ কোনো কাজ নয়।'
এদিকে স্বদেশী মার্টিনোর প্রশংসায় পঞ্চমুখ হলেও আর্জেন্টিনা ফুটবল দলের তুমুল সমালোচনা করতে দেখা যায় এই কিংবদন্তি ফুটবলারকে। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হারায় আকাশি-সাদাদের নিয়ে ম্যারাডোনা বলেন, 'আমি ভূতের মুভি দেখি না। কোন গর্দভ বলেছে ভেনেজুয়েলাকে আর্জেন্টিনা হারাবে?'
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএর) সভাপতি ক্লদিও তাপিয়াকে একহাত নিতেও ভোলেননি আর্জেন্টিনাকে ৮৬ এর বিশ্বকাপ জেতানো ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা। ক্ষিপ্ত ম্যারাডোনা বলেন, 'তাপিয়া একজন নির্বোধ। আর্জেন্টিনার মানুষের জন্য আমার কান্না পায়! কারণ এখনো তারা এসব মিথ্যাবাদীদের বিশ্বাস করে। আমার কান্না পায় ফুটবলারদের জন্য- যারা সময়ে নয় অসময়ে জ্বলে ওঠে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই মুহূর্তে আর্জেন্টিনা একটি ম্যাচ জেতার সামর্থ্যও রাখে না।'
এসএইচএস