২-৩ বছরের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপ জিতবে বাংলাদেশ: জেমি ডে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০১৯, ০১:৫০ পিএম ২-৩  বছরের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপ জিতবে বাংলাদেশ:  জেমি ডে

 

তরুণ খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া দল দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। বর্তমান দলটির পারফর্মেন্সে খুশি হলেও এখনই তৃপ্তির ঢেকুর ওঠার সময় আসেনি বলেও জানান তিনি। 

র‍্যাংকিংয়ে উন্নতি এবং বিশ্বকাপ বাছাইয়ে সাফল্য এখনকার লাল-সবুজের দলের পক্ষে পাওয়া সম্ভব বলেও জেমি ডে মনে করেন। 

যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দলের বেশকিছু তরুণ ফুটবলার আছে। যারা অভাবনীয় উন্নতি করেছে। আগামী ২-৩ বছরে এরা আরও পরিণত হবে। আমি বারবার বলি, এই তরুণদের সক্ষমতা ও সম্ভাবনা আছে। এদের হাতেই সাফ শিরোপা ধরা দেবে।

জেমি ডে বলেন, বিশ্বকাপ বাছাই ভিন্ন এক লড়াই। এখানে প্রতিপক্ষ হবে শক্তিশালী সব দল। আমার ফুটবলাররা এখন আর হারার আগে হেরে যায় না। সাফল্য ও উন্নতির ধারা ধরে রাখলে এই লড়াইয়ে আমরা সফল হবো বলে আমি মনে করি। আমার মূল চ্যালেঞ্জ আগামী ২-৩ বছরে বাংলাদেশকে র‍্যাংকিংয়ে ১৬০ এর ভেতরে আনা। 

আরএস