উডসকে আমেরিকার সর্বোচ্চ সম্মাননা দেবেন ট্রাম্প 

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৯, ০৬:৫৭ পিএম উডসকে আমেরিকার সর্বোচ্চ সম্মাননা দেবেন ট্রাম্প 

কিংবদন্তি গলফার টাইগার উডসকে ‘‌প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’‌ দিয়ে সম্মানিত করবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৫ এপ্রিল) উডসকে আমেরিকার সর্বোচ্চ এই নাগরিক সম্মাননা দেয়ার বিষয়টি নজরে আনেন ট্রাম্প।  

গত রোববার পঞ্চম মাস্টার্স ওপেন জেতেন উডস। এর মধ্যে দিয়ে ১৫টি মেজর শিরোপা জেতার অনন্য নজির স্থাপন করেন এই মার্কিন গলফার। এ ছাড়াও শেষ ১১ বছরে এটাই ছিল গলফ কোর্সে টাইগার উডসের সবচেয়ে বড় সাফল্য। 

অফ-ফর্ম, ইনজুরি আর বিবাহ বিচ্ছেদের কারণে জীবনটা একসময় প্রায় বিষিয়েই উঠেছিল সর্বকালের সেরা এই গলফ তারকার। তাই দীর্ঘদিন পর উডসের মাস্টার্স ওপেন জেতার সফলতাকে দেয়া হচ্ছে, ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় কামব্যাকের খেতাব। 

গলফ ভক্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাই উডসকে অভিনন্দন জানিয়ে নিজের করা টুইটে লেখেন, ‘দুর্দান্ত জয়ের জন্য টাইগার উডসকে অভিনন্দন। অসাধারণ প্রত্যাবর্তনের নজির গড়ল টাইগার। তাই উডসকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করা হবে।’‌

এসএইচএস