আগেও ডাবল সেঞ্চুরি করেছিলেন সৌম্য 

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৯, ১০:৩৮ এএম আগেও ডাবল সেঞ্চুরি করেছিলেন সৌম্য 

 

ডিপিএলের শেষ পর্বের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন সৌম্য সরকার। শুধু তাই নয়, ১৬ বার বল বাউন্ডারি ছাড়া করে গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড।

১৫৩ বল খেলে ১৯৪ মিনিট ক্রিজে টিকে থেকে ১৪ চার ও ১৬ ছক্কার মারে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলে সৌম্য শুধু অনন্য এক মাইলফলক গড়ে নিজের অর্জনকেই সমৃদ্ধ করেননি, টানা অফ-ফর্মের পর বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে স্বস্তির নিঃশ্বাস ফেলারও সুযোগ দিয়েছেন।

তবে অনেকেই জেনে অবাক হতে পারেন যে, গতকাল ডিপিএলে সৌম্য ডাবল সেঞ্চুরি করলেও ক্যারিয়ারে এর আগেও তিনি এমন কৃতিত্ব দেখিয়েছেন। ২০১২ সালের ২৩ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে সৌম্য ১৩৫ বলে ২৭ চার ও ৮ ছক্কার মারে ১৫৪.৮১ স্ট্রাইক রেটে ২০৯ রানের ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন।  

ওই ম্যাচে সৌম্যর সঙ্গে আরও খেলেছিলেন পরবর্তীতে জাতীয় দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান এবং আবু হায়দার রনি।

কাতারের বিপক্ষে সেই ম্যাচটি টাইগার যুবাদের জন্য শুধুমাত্র সৌম্যর ডাবল সেঞ্চুরির জন্যই আলোচিত নয়, বল হাতে পেসার আবু হায়দার রনি ৫.৪ ওভারে ১ মেইডেনসহ মাত্র ১০ রান দিয়ে একাই ৯ উইকেট তুলে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। মূলত সেই ম্যাচ দিয়েই সৌম্য এবং রনি প্রথমবারের মতো গণমাধ্যমে আলোচিত হন।

আরআইএস